অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf

এইচএসসি বাংলা প্রথম পত্রের বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক হলো অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর । যা প্রতিটি পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন নির্বাচনভিত্তিক পরীক্ষাতে থাকবেই৷ এই গল্পটি বা টপিকটি যারা ইতিমধ্যেই শেষ করেছেন তাদের উচিত টপিকটির উপর বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সমাধান করা। এতে করে বাড়তি চর্চার কারণে যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করাটা সহজ হয়ে যাবে। চলুন আজ অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তরসহ এ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। 

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৩-২০২৩

আমি কার পথ চাহি এ জনম বাহি,

কার দরশন যাচি রে!

যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া, 

তাই আমি বসে আছি রে।

. শম্ভুনাথ সেন কে

. “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুত্বপূর্ণ” – বুঝিয়ে লিখো।

. উদ্দীপকের মনের ভাবের সাথে কার মনের ভাবের মিল রয়েছে

ঘ. অনুপমের মনে উদ্দীপকের ভাবের উৎপত্তির কারণ কি বলে তুমি মনে করো? 

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

ক. শম্ভুনাথ সেন হলো কন্যা অর্থ্যাৎ কল্যাণীর পিতা।

খ. এই বাক্যটিতে অনুপমের মামার লোভী বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কারণ অনুপমের মামা বেশ লোভী একজন মানুষ ছিলেন। তিনি চেয়েছিলেন অনুপমের বিয়ের আয়োজন করার পাশাপাশি কন্যা পক্ষ হতে মোটা অংকের যৌতুক আদায় করতে। ফলস্বরূপ অনুপমের বিয়ের পাত্রী খোঁজা কালীন সময়ে অনুপমের মামার কাছে পাত্রীর চাইতে পাত্রীর বাবার গুরুত্ব যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা গেছে। অর্থাৎ অনুপমের মামার কাছে পাত্রীর চেয়ে পাত্রীর বাবার টাকা-পয়সার গুরুত্ব টাই সবচেয়ে বেশি ছিল। 

গ. উদ্দীপকের মনের ভাবের সাথে অনুপমের মনের ভাবের মিল রয়েছে। এখানে উল্লেখ্য অনুপমের সাথে অপরিচিতার যে বিয়ের আয়োজন করা হয় তা অনুপমের মামার লোভের কারণে ভেঙে যায়। বিয়ে না হওয়ার দরুন অনুপমের মনে অপরিচিতার উপস্থিতি থেকেই যায়। 

পারিবারিক কোনা বিষয়ে অনুপমকে মাথা ঘামাতে হয়নি এবং অনুপম মায়ের অনুগত সন্তান ছিলো বলেই অনুপমের মামাই তার বিয়ের আয়োজন করে। কিন্তু অনুপমের মামা বিয়ের পণের ব্যাপারে কোনা প্রকার ছাড় দিতে রাজি না হওয়ায় বেশ সুন্দরী ও প্রাণচঞ্চলা কল্যাণীর সাথে বিয়ের বিষয়টি পিছিয়ে পড়ে এবং সফলতা লাভে ব্যার্থ হয়। 

বিয়ে না হওয়ার বিষয়টি ঘটার ঠিক বেশকিছু বছর পর মাকে নিয়ে ট্রেনে তীর্থে যাওয়ার সময় একজন বাঙালি মেয়ের মিষ্টি সুরেলা কন্ঠ অনুপমের মনকে ঘায়েল করে। স্বচ্ছন্দ হাসি-খুশি সুন্দর মেয়েটিকে দেখে অনুপমের মাও বেশ আপ্লুত হয়ে পড়ে। 

পরবর্তী খোঁজ খবর নেওয়ার পর জানা যায় এই মেয়ে সেই কল্যাণী। একটা সময়ে গিয়ে কল্যাণী ও শম্ভুনাথ বাবুর কাছে অনুপম বিগত ঘটনার জন্যে ক্ষমা চাইলেই কল্যাণী বিয়ে না করে সন্ন্যাসীনি হবার কথা জানিয়ে দেয়। চার বছর ধরে কল্যাণীর বিশ্বাস অর্জনের চেষ্টা করেও ব্যর্থ হয় অনুপম। 

কিন্তু এই ব্যর্থতা তাকে না দমিয়ে সে কানপুরে চলে যায় এবং কল্যাণীর এটা-সেটা করে দেয়। এই নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই প্রতিনিধিত্ব করে৷ 

সুতরাং বলা যায় উদ্দীপকের মনের ভাবের সাথে অনুপমের মনের ভাবের মিল রয়েছে। যা উদ্দীপকের চরণদ্বয়ের সাথে সম্পূর্ণ সাদৃশ্য। 

ঘ. অনুপমের মনে উদ্দীপকের ভাবের উৎপত্তির কারণ হলো যৌতুক গ্রহণকালীন সময়ে তার নিরব ভুমিকা। 

অপরিচিতা গল্পটি মূলত নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের প্রতিনিধিত্ব করছে। তবে এক্ষেত্রে নারী হিসাবে কল্যাণীর কথা বলতে হয় এবং পুরুষ হিসাবে বলতে হয় তার বাবা সম্ভুনাথের কথা। অথচ একই বিষয়টি নিয়ে প্রতিরোধী মনোভাব রাখার প্রয়োজন ছিলো অনুপমের। যা সে করেনি। 

ঘৃণ্য যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রবল প্রতিবাদে অংশ না নিয়ে অনুপম হারিয়ে ফেলে কল্যাণীর পাশে থাকার সুযোগ। পরবর্তী তার বিরহে কাতর হয়ে অনুপমের মনে উদ্দীপকের চরণে থাকা অনুভূতির জন্ম নেয়। 

মূলত বিয়ের আয়োজনে অনুপমের মামার যৌতুক লোভী বৈশিষ্ট্যের কারণে শম্ভুনাথ মানসিকভাবে হেয় অনুভব করে। যার কারণে সে বিয়ে ভেঙে দিতে উদ্যাত হলে এবং এর পূর্বে অনুপমের মামা যৌতুকের পাকাপোক্ত হিসেব চাইলে ব্যক্তিত্বহীনের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করে অনুপম। 

সেবার বিয়ের আয়োজন ভেঙে গেলেও বছরের পর বছর ধরে একধরণের অনুরাগ অনুপমের মনে-বাইরে নিত্য জেগে উঠে। যার সাথে উদ্দীপকের চরনখাণার দারুণ মিল রয়েছে৷ 

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন

সকলের চোখে আমার বোনের বয়স অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন সময়ে তিনবার তার বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। এরপর কেমন যেন হতাশ হয়ে পড়ি আমি। আপু একদিন ডেকে বলি, “আপু, কাল বাসায় একটি নতুন বরপক্ষ তোকে দেখতে আসবে।” শুনে ওর চেহারা কঠিন হয়ে ওঠে, বলে, “আমি এখন বিয়ে করতে চাই না। অসহায় দুস্তদের সাহায্য করাটাই আমার এখন মূল কাজ।

. গল্পেমাকাল ফলবলতে কাকে বোঝানো হয়েছে?
. অনুপমের বিবাহ করাকালীন যাত্রাটুকু বর্ণনা করো
. উদ্দীপকের সাথেঅপরিচিতাগল্পের কার মিল পাওয়া যায়?
. উদ্দীপকের গল্পের চরিত্রের সাথে কল্যাণীর চারিত্রিক প্রবণতাসমূহ যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো কি

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর 

ক. গল্পে ‘মাকাল ফল’ বলতে অনুপমকে বোঝানো হয়েছে। 

খ. অনুপমের বিবাহ করাকালীন যাত্রাটুকু বেশ জাঁকজমকপূর্ণ ছিলো। কারণ অনুপমের পরিবার অর্থবিত্তের দিক দিয়ে বেশ চড়া ছিলো। যার কারণে বাড়ির একমাত্র ছেলের বিয়েতে ছিল আভিজাত্যের ছোঁয়া। যার প্রমাণসরূপ বিয়েতে থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র। অর্থ্যাৎ এই বিয়েতে ব্যান্ড, বাঁশি, কন্সট কোনো কিছুরই কমতি ছিলো না। সেই সাথে ছিলো দামি পোশাক ও বাহারি গয়না। এসব গয়না জড়ানো ছিলো অনুপমের শরীরে। 

গ. উদ্দীপকের সাথে ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর মিল পাওয়া যায়। কারণ উপরোক্ত চরিত্রের মতোই অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার পর সে নিজেই সিদ্ধান্ত নেয় তার সেই কঠিন ব্রত গ্রহণের বিষয়টি। যেই ব্রতের সারকথা হলো বিয়ে না করেই সারা জীবন মানব কল্যাণে নিয়োজিত থাকা। 

মূলত যৌতুকের কাছে মাথা নত না করার ঘটনায় কল্যাণীর বিয়ে না হলে সে পরবর্তীতে মানবকল্যাণের কাজে জড়িয়ে পড়ে। একটা সময়ে এসে অনুপম কল্যাণীকে পূনরায় ফিরে পেতে চাইলেও সে তার ব্রতের বিষয়টিকে তুলে ধরে এবং নিজেকে আত্মসম্মানবোধের চরম শিখরে করে নিয়ে যায়। একই বিষয়ে লক্ষ্য করা যায় উপরোক্ত উদ্দীপকের মূলত চরিত্রে। 

মামার আদেশ-নির্দেশ না মানার মতাে মানসিক শক্তি তৈরি না হওয়া অনুপম ট্রেনে তীর্থে যাওয়ার সময় একজন বাঙালি মেয়ের মিষ্টি সুরেলা কণ্ঠে ‘এখানে জায়গা আছে’ শুনে মুগ্ধ হয়ে যায়। আর সেই বাঙালি মেয়েই ছিলো এক পর্যায়ে দেনা-পাওনার কারণে সব আনন্দ-আয়ােজন ম্লান হয়ে যাওয়ার সর্বোচ্চ ভুক্তভোগী কল্যাণী। কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের এই জাগরণ উদ্দীপকের মতো সমাজের সকল স্তরে ছড়িয়ে যাক। 

ঘ. উদ্দীপকের গল্পের চরিত্রের সাথে কল্যাণীর চারিত্রিক প্রবণতাসমূহ যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি না। কারণ উদ্দীপকের বর্ণনায় গল্পের মূল বক্তব্য আংশিক প্রতিফলিত হয়েছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে অনুপম ও কল্যাণীর বেশ ঘটা করে বিয়ের কাজ শুরু হলেও এক পর্যায়ে দেনা-পাওনার কারণে সব আনন্দ-আয়ােজন ম্লান হয়ে আসে এবং বিয়ে ভেঙে যায়। এরই পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর একদা ট্রেন ভ্রমণে পরিচয় জানতে পেরে অনুম কল্যাণীকে পূনরায় বিয়ের প্রস্তাব দেয় এবং পিতা-কন্যা দুজনের কাছেই ক্ষমা চায়। এদিকে বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকে কল্যাণী। 

আংশিকভাবে একই ঘটনা লক্ষ্য করা যায় উপরোক্ত আলোচনায়। উপরোক্ত চরিত্রটি বিয়ে না হওয়া একজন নারীর জীবন দুঃখের অনুভব করে এবং এর শিকারও হয়। তবে সে বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে হতাশ হয়ে না পড়ে মানবসেবায় নিজেকে ব্যস্ত রাখে। সে বিয়েকে জীবনের একমাত্র উদ্দেশ্য মনে না করে এর মধ্য দিয়ে তার দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দেয়। পরিবারের লাকজন তাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলেও চরিত্রটি নিজের সিদ্ধান্তে অটল থাকে। 

সুতরাং বলা যায় উদ্দীপকের ছোট গল্পে নারী সত্তার জাগরণের কথা উঠে এসেছে। এর পাশাপাশি যৌতুকবিরোধী আন্দোলন, পুরুষের ব্যাক্তিত্বহীনতা এবং কন্যাগ্রস্থ পিতার প্রতি যৌতুকের চাপের বিষয়গুলি উঠে আসেনি। যার কারণে উদ্দীপকের গল্পের চরিত্রের সাথে কল্যাণীর চারিত্রিক প্রবণতাসমূহ যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি না।

অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ‘কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র’- কেন?

নায়ক অনুপমের রূপমাধুর্য ও যোগ্যতাকে ফুটিয়ে তুলতে এই বাক্যটি ব্যবহার করা হয়েছে৷ সে মায়ের অনুগত সন্তান এবং পারিবারিক কোনাে বিষয়ে তাকে মাথা ঘামাতে হয় না বলে অনুপম বেশ যোগ্য সন্তান হিসাবে বিবেচিত হয়। তার মতে সে একজন ভালাে মানুষ ও সৎ পাত্র হিসেবে সকল শর্ত পূরণ করে ফেলেছে। 

. অপরিচিত গল্পে মাতৃ আজ্ঞা বলতে কী বোঝানো হয়েছে?

কল্যাণী সমাজের অশিক্ষিত, পশ্চাৎপদ নারীদের শিক্ষিত করে তুলতে যে যুদ্ধে নেমেছে সেই যুদ্ধে অটল থাকার নিশ্চয়তা দিতেই অপরিচিত গল্পে মাতৃ আজ্ঞা শব্দটি ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য ট্রেনে কল্যাণী তার মাতৃ আজ্ঞা তথা মাতৃভূমির সেবার কথাই তুলে ধরেছে এবং এর কারণেই সংসার পাতা থেকে নিজেকে বিরত রাখতে চেয়েছে। 

ইতি কথা অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এই ছিলো আমাদের আজকের এই আলোচনা। আশা করি উপরোক্ত সৃজনশীল প্রশ্নগুলি বুঝতে পারলেই বা সমাধান করতে পারলেই এই টপিকের উপর পরীক্ষায় শতভাগ কমন পাবেন। আর হ্যাঁ, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করার পূর্বে অবশ্যই টপিকটি ভালোমতো পড়ে নেবেন৷ হ্যাপি স্টাডি। 

1 thought on “অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর Pdf”

  1. Pingback: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ ২০২৩ -

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top