ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩

ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম: নতুন ভোটারের জন্য আবেদনে করার পর ভোটার আইডি কার্ড হতে পেতে একটি লম্বা সময় অপেক্ষা করতে হয়। কিন্তু ভোটার আইডি কার্ড নাগরিকের সব থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় এটি সব স্থানেই লাগে। তাই এই সকল জরুরি কাজের জন্য ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন পড়ে।

কিন্তু যারা নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে ভোটার আইডি কার্ডের সুবিধা ভোগ করবেন তা নিয়ে অনেকেই টেনশনে পড়ে যায়। টেনশনের কোনো কারন নেই।

যারা নতুন ভোটার হয়েছেন তাদের প্রত্যকেরই একটি ফরম নম্বর বা স্লিপ দেওয়া হয়। আপনি সেই ফরম নাম্বার বা স্লিপ ব্যবহার করেই নিজের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি নামিয়ে আপনার প্রয়োজনীয় সকল কাজ করতে পারবেন। তাই আজকের আয়োজনে ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো;

ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

আপনি যদি ফরম নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে চান তাহলে প্রথমে আপনাকে আমার দেওয়া এই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করার পর আপনার সামনে একটি পেইজ চলে আসবে সেখান থেকে আপনি রেজিস্ট্রার করুন অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার ফরম নম্বর,  জন্ম তারিখ এবং কোড দিন। আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা বাছাই করে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গিয়ে মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন করে অনলাইন থেকে আপনার আইডি কার্ডটি নামিয়ে নিতে পারেন।

আপনার বুজার সুবিধার্থে ফরম নাম্বার দিয়ে আমি নিজে ভোটার আইডি কার্ড বের করে সেটা স্কিন সর্টের মাধ্যমে নিচে দেখাচ্ছি।

ধাপঃ ১- NID Wallet ইন্সটল করতে হবে

এই ধাপে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে NID Wallet ইন্সটল করতে হবে। NID Wallet ইন্সটল করার কারন হলো এটির সাহায্য ফেস ভেরিফিকেশন করা লাগবে। আপনি এই লিংকে ক্লিক করেও NID Wallet ইন্সটল করতে পারবেন।

ধাপঃ এনআইডি একাউন্টে রেজিস্ট্রার

ফরম নম্বর দিয়ে এনআইডি কার্ড বের করার জন্য এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/ ক্লিক করুন। অথবা Google Chrome ব্রাউজারে গিয়ে service.nidw.gov.bd/nid-pub লিখে সার্চ করেও সরাসরি এই ওয়েবসাইটে যেতে পারবেন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে একটি পেইজ চলে আসবে। সেখানে দুটি অপশন দেওয়া থাকবে একটি হলো রেজিষ্ট্রেশার করুন এবং আরেকটি আবেদন করুন। আমরা যেহেতু পূর্বে আবেদন করেছি এবং এখন শুধু ফরম নম্বর দিয়ে এনআইডি কার্ড বের করবো তাই আমরা শুধু উপরের রেজিস্ট্রার অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবো।

ধাপঃ একাউন্ট রেজিস্ট্রার ফরম পূরণ

এই ধাপে আপনাকে একাউন্ট রেজিস্টার ফরম পূরণ করতে হবে। নিচে আমি ফরম পূরনের সিস্টেম দেখিয়ে দিলাম;

  • জাতীয় পরিচয়পত্র/ ফর্ম নম্বরঃ এই ধাপে আপনাকে টোকেন বা ফরম নম্বর দিতে হবে।
  • জন্ম তারিখঃ এই বক্সে আপনাকে আপনার জন্ম তারিখ উল্লেখ্য করতে হবে। জন্ম সাল, মাস, তারিখ দিতে হবে।
  • ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করানঃ এই লেখার উপরে একটা কোড থাকবে সেটা খালি বক্সে দিয়ে দিবেন।

সব কিছু আরেকবার চেক করে সাবমিট অপশনে ক্লিক করুন।

ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩
ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩

ধাপঃ প্রয়োজনীয় তথ্য যোগ

সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেইজ চলে আসবে। নিচে আমি সেই পেজটি পূরণ করে দেখাচ্ছি;

  • Present Address: এই স্থানে আপনার নিজের বর্তমান ঠিকানা দিবেন। যেমন, বরিশাল সদর রোড,বরিশাল।
  • Division: এখানে আপনার বর্তমান স্থানের বিভাগের নাম দিবেন। যেমন,বরিশাল, চট্টগ্রাম,সিলেট।
  • District: এই স্থানে আপনার বর্তমান জেলার নাম দিবেন। যেমন, পটুয়াখালী, ভোলা,নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ  ইত্যাদি।
  • Upozila: এই বক্সে আপনার বর্তমান ঠিকানার উপজেলার নাম দিবেন। যেমন পটুয়াখালী উপজেলা, বরিশাল উপজেলা,আমতলী উপজেলা ইত্যাদি।
  • Permanent Address: এই স্থানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। যেমন, বরিশাল সদর,বরিশাল, ফতুল্লা,নারায়ণগঞ্জ, কুয়াকাটা,পটুয়াখালী  ইত্যাদি।
  • Division: এই স্থানে আপনার স্থায়ী ঠিকানার বিভাগ দিবেন। যেমন, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি।
  • District: এই স্থানে আপনার স্থায়ী ঠিকানার জেলা দিবেন। যেমন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল জেলা ইত্যাদি।

সব কিছু আরেকবার চেক করে দেখে পরবর্তী অপশনে ক্লিক করুন।

পরবর্তী ধাপে  যাওয়ার পর মোবাইল নাম্বারের বক্স দেখানো হবে। আপনি সেই বক্সে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর বার্তা পাঠানে ক্লিক করবেন।

এরপর আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি চলে আসবে। মোবাইলে আশা ৬ ভিজিটের নাম্বারটি দিয়ে বহাল বাটনে ক্লিক করবেন।

ধাপঃ – NID Wallet দিয়ে ফেস ভেরিফিকেশন

এই ধাপে আপনাকে ফেস ভেরিফিকেশন করার জন্য একটি QR CODE দেখানো হবে। NID Wallet এর মাধ্যমে Code টি স্ক্যান করে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে।

এখন কিছুক্ষণ আগে ইন্সটল করা NID Wallet টি ওপেন করুন। ওপেন করার সাথে সাথে ভাষা সিলেক্ট করে Agree and continue বাটনে ট্যাপ করুন। তারপরে QR Code টি স্ক্যান করুন।

স্ক্যান করার সাথে সাথে আপনার ফেস ভেরিফিকেশন এর অপশন চলে আসবে। ফেস ভেরিফিকেশনের সমউ আপনি সোজাসুজি ছবি তুলবেন, চোখের পলক ফেলবেন, তারপরে চোখ ক্যামেরার দিকে রেখে মাথা একটু ডানে বামে ঘুরাবেন।

ফেস স্ক্যান সম্পূর্ণ হলে ছবিতে OK বা টিক মার্ক দেখাবে। Ok বা টিক মার্ক না দেখালে আবার ফেস স্ক্যান করুন।

আপনার ফেস ভেরিফিকেশন যদি সম্পূর্ণ হয় তাহলে উপরের মতো একটি পেজ দেখতে পারবেন। এখানে আপনার এনআইডি একাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করার পর ভবিষ্যতে ফেস ভেরিফিকেশন ছাড়াই একাউন্ট লগইন করার পাশাপাশি খুব সহজেই এনআইডি কার্ড নিতে পারবেন।

ধাপঃ ৬- সর্বশেষে এনআইডি কার্ড

ইতিমধ্যে যদি পাসওয়ার্ড সেট করে ফেলেন তাহলে আপনার NID Accaunt এ লগইন হয়ে যাবে। এখন আপনার ছবি ও প্রফাইল দেখতে পারবেন।

আপনি সোজা নিচে অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে আইডি কার্ড নামিয়ে নিন।

ফরম নম্বর হারিয়ে গেলে কি করবেন

ফরম নাম্বার হারিয়ে গেলে আপনি সোজা থানায় গিয়ে জিডি করুন। জিডি করা হয়ে গেলে নির্বাচন কমিশনে যোগাযোগ করতে হবে। তাদের সাথে দেখার করার পর তারা আপনার এনআইডি বের করে দিবে। তবে আপন থানায় জিডি না করেও সোজা নির্বাচন অফিসে এসে এনআইডি কার্ড বের করতে পারেন।

পরিশেষে

আজকের আয়োজনে আমরা ফরম নম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।  আশা করা যায় এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই ফরম নম্বর দিয়ে এনআইডি কার্ড বের করতে পারবেন।

এরপরও যদি আপনার এই আর্টিকেল রিলেটেড কোনো প্রশ্নো জানার থাকে তাহলে নিচেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করা নিয়ে প্রশ্নোত্তর

কিভাবে আইডি কার্ড ব্যবহার করবো?

উত্তরঃ আইডি কার্ড বের করার জন্য প্রথমে আমার দেওয়া এই লিংকে যেতে হবে। এরপর রেজিস্ট্রার বাটনে ক্লিক করে ফরম নম্বর এবং জন্ম তারিখ ও QR code দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এছাড়াও স্থায়ী ঠিকানা,বর্তমান ঠিকানা এবং নাম্বার ভেরিফিকেশন করে ফেস ভেরিফিকেশন করতে হবে। তাহলেই আপনার আইডি কার্ড খোলা হয়ে যাবে।

কিভাবে ফেস ভেরিফিকেশন করা হয়?

উত্তরঃ NID Wallet ।

ফরম নাম্বর দিয়ে এনআইডি কার্ড বের করার জন্য নিচের কোন সাইটে যেতে হবে।

উত্তরঃ https://services.nidw.gov.bd/nid-pub/ এই সাইটে।

ফরম নম্বর হারিয়ে গেলে কি করণীয়

উত্তরঃ ফরম নম্বর হারিয়ে গেলে প্রথমে আপনাকে থানায় গিয়ে জিডি করে নিবার্চন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তাছাড়া আপনি সরাসরি নির্বাচন অফিসে গিয়েও আইডি কার্ড নিতে পারেন।

2 thoughts on “ফরম নাম্বর দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩”

  1. Pingback: Smart Bangladesh Paragraph hsc-Ssc with Bangla -

  2. Pingback: জিংক কি? জিংক বি ট্যাবলেট এর উপকারিতা -

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top